আদমদীঘিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

157

মোঃ শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃআজ বুধবার বগুড়া আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে খরিফ-২/২০২১-২২ মৌসুমে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে উফশী আমন ও ১০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে হাইব্রিড আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার জনাব সীমা শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা. সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু রেজা খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মো. জালাল উদ্দিন শেখ। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়ের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী। স্বাগত বক্তব্য প্রদানকালে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা, ১৯টি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উফশী আমন ধান আবাদে প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং হাইব্রিড আমন আবাদে প্রত্যেক কৃষক ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।