সোনাতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

230

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ ১জুলাই বৃহস্পতিবার দুপুরে বগুড়া’র সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল‍্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম, মাসুদ পারভেজ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল বারী, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজলসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ। এ সময় উপজেলার ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ৮০০ জন কৃষকের মাঝে উফশি ও হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ‍্যে ১৬০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ ও ৬৪০ জন উপসি ধানের বীজ বিতরণ করে।

এর আগে প্রধান অতিথি উপজেলার তেকানী চুকাইনগর, জোড়গাছা ও বালুয়া ইউনিয়নের ছয় শ’ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন।