দুপচাঁচিয়ায় দ্বিতীয় দিনে কঠোর লকডাউন বাস্তবায়নে দিনভর মাঠে ইউএনও,এসিল্যান্ড ও ওসি

193

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি ঃমহামারী করোনা ভাইরাস রোগের পার্দুভাব বিস্তার লাভ করায় বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে তৎপর প্রশাসন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সেনাবাহিনী, বিজিপি ও পুলিশ ২লা জুলাই শুক্রবার দিনভর মাঠে তৎপর ছিল উপজেলা নির্বাহী অফিসার মুহাঃআবু তাহির ,সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো:হাসনাত ও দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আলী নেতৃত্বাধীন এসআই,এএসআই,পুলিশ সদস্যরা ও দুপচাঁচিয়া স্কাউট (স্বেচ্ছাসেবী) সংগঠনের ছাত্রবৃন্দ এবং সংগে ছিলেন বিজিপি স্টাইকিং ফোর্স দুপচাঁচিয়া বিভিন্ন এলাকায় সকাল ১১টায় উপজেলা সদরে টহল অভিযান পরিচালনা করেন।বিকেল ৪টায় সি,ও অফিস বাজারে অভিযান চালান ইউএনও মুহা:আবু তাহির ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো:হাসনাত এসময় সরকারি বিধি অমান্য করায় মোবাইল কোর্টে অপ্রয়োজনে বাজারে বের হওয়ায় জরিমানা গুনতে হয় অনেককে।এরিপোর্ট লেখা পর্যন্ত বিজিপি ও পুলিশ ফোর্স সংগে নিয়ে এসিল্যান্ড থানা এলাকা সহ দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এরিয়াতে টহল অব্যাহত রাখেন।