চলনবিলে পানি বৃদ্ধি, আগাম বন্যার আশঙ্কা

298

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢলের পানি ও টানা কয়েক দিনের ভারি বর্ষণে আত্রাই নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চলনবিলে পানি বৃদ্ধি পাচ্ছে৷ ভারি বর্ষণ বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে চলনবিলের নিম্নাঞ্চল। চলাচলের রাস্তা ও ফসলি জমি ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে ৷ সিংড়া উপজেলার বিলদহর, আনন্দনগর, বেড়াবাড়ি, কাউয়াটিকরী কালিনগর, সারদানগর, হুলহুলিয়া, চৌগ্রাম, বড়িয়া,পাটকোল, দমদমা গুরুদাসপুর উপজেলার সাপগাড়ী, বিলসা, রুহাই, হরদামা তাড়াশ উপজেলার প্রতিরামপুর, ধাপতেতুলিয়া, সান্ধুরিয়া, মাগুড়া, কুন্দইল, কামারশোন, দিঘি সগুনা, মাকরশোন সহ কয়েকটি গ্রামের নিমাঞ্চলে পানি ঢুকে পড়েছে ৷

কাঁটাবাড়ী গ্রামের কৃষক সাকেরুল ইসলাম জানান, এখন প্রতিদিন পানি বাড়ছে, এভাবে পানি বাড়তে থাকলে এবার চলনবিলে আমন ধান উৎপাদনের সম্ভাবনা খুব কম৷