দুপচাঁচিয়ায় করোনার উর্ধ্বগতি ঠেকাতে চতুর্থদিনে লকডাউন কার্যকর করতে টহল জোরদার

274

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি কেভিত-১৯ সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সারাদেমের ন্যায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতেও ৭দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের চতুর্থদিনে সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মু:আবু তাহির,ও সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত সহ সেনাবাহিনীর স্টাইকিং ফোর্স নিয়ে উপজেলা সদরে বিভিন্ন এলাকায় টহল জোরদার করেন।এবারে লকডাউন বাস্তবায়নে”আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে টহল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যাক সেনা মোতায়েন রয়েছে।সেই মুহুর্তে দুপচাঁচিয়া বাজার এলাকা এবং মহাসড়কের পাশাপাশি গুরুত্বপূর্নরাস্তার মোড় ও প্রধান সড়কছিল প্রায় ফাকাঁ ।তবে রিক্সার ও অধিকাংশ অটোভ্যানের যাত্রীর মুখে মাস্ক ছিলোনা।এছাড়া বিকেলে দুপচাঁচিয়া সদরে অটোভ্যান চার্জ দেওয়ার যেসব গ্যারেজ ছিল সেই সব গ্যারেজে বিদ্যুৎ বিতরন বিভাগ(নেসকো) পক্ষ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন।সংগে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ফোর্স বৃন্দ।