শিবগঞ্জে লকডাউনের ৫ম দিনে ১১টি মামলায় ৭ হাজার ৮শত টাকা জরিমানা

319

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ করোনা প্রকপ বৃদ্ধি পাওয়ায় সরকার ১৪ জুলাই পর্যন্ত লড ডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন। বগুড়ার শিবগঞ্জে লক ডাউনের প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় ৫ম দিন সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপজেলার মহাস্থান বন্দর সহ উপজেলার বিভিন্ন বন্দরে অভিযান চালান। এসময় তিনি লকডাউনে সরকারের বিধি নিষেধ না মানায় দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ১১ টি মামলায় ৭ হাজার ৮ শত টাকা জরিমানা করা করেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতে ২টি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহাকারীর সংযোগ বিছিন্ন করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।