সোনাতলায় ডিস ব‍্যবসা নিয়ে পার্টনারের সাথে বিরোধে তার চুরিঃ থানায় মামলা

280

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ডিস ব‍্যবসায়ী পার্টনারের সাথে বিরোধে রাতের আধারে তার চুরিসহ মারপিটের ঘটনা ঘটেছে। জানা যায় উপজেলার মধ‍্যেদিঘলকান্দি গ্রামের সাখাওয়াত আকন্দের ছেলে হারুন অর রশিদ ও জাহিদুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম দুজনে দীর্ঘদিন যাবৎ ধরে পার্টনার হিসেবে ডিস ব‍্যবসা পরিচালনা করে আসছে। গত ৪/৫ বছর পূর্বে বনিবনা না হওয়ায় পার্টনার বাদ দিয়ে একক মালিকানা হিসেবে ব‍্যবসা পরিচালনা করে আসছে হারুন। এরই কারনে ৩০ জুন স্থানীয় কিয়াসে মোড়ে জিয়ারুলের লোকজন হারুনকে একা পেয়ে হুমকী দেয় । এঘটনায় ডিস ব‍্যবসায়ী হারুন অর রশিদ বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,হারুন অর রশিদ বিগত ১২ বছর যাবৎ তিনি মধ‍্যেদিঘলকান্দি গ্রামে সাব ডিস লাইনের ব্যবসা পরিচালনা করিয়া আসতেছে। প্রতিপক্ষ জিয়ারুল ব্যবসায় পার্টনার হিসাবে ছিলো। বিগত ৫/৬ বছর পূর্বে পাটনারের সাথে বনিবনা না হইলে তারা উভয়ে সম্মতিক্রমেই স্থানীয় লোকজনের মাধ্যমে ব্যবসা ভাগাভাগি করিয়া নেয়। উক্ত ভাগাভাগি হওয়ার পর হইতে বিবাদীর সহিত তার বিরোধ মনোমালিন্য সৃষ্টি হয় এবং বিভিন্ন সময় হারুনকে ভয়ভীতি সহ উক্ত ব্যবসা সম্পুর্নটা সে নিজে দখল করার পায়তারাসহ হুমকি প্রদান করে হারুনের ডিস লাইনের তার চুরি করে ক্ষতি সাধন করে থাকে। এরই ধারাবাহিকতা গত ৩০জুন বিকাল অনুমান ৫টার সময় হারুন সোনাতলা উপজেলাধীন কিয়াসের মোড়ে অবস্থান করা কালিন সময়ে পূর্বে বিরোধের জের ধরে প্রতিপক্ষ উপজেলার মধ‍্যেদিঘল কান্দি গ্রামের জাহিদুল আকন্দের ছেলে জিয়ারুল ইসলাম (৩৭),রেজাউল করিম পিন্টু (৩৫) একই এলাকার মৃত স্লেটু মিয়ার ছেলে মেহেদুল ইসলাম (২২) ও সেন্টুর স্ত্রী মিনারা বেগম মিনা উক্ত স্থানে হারুনকে ঘিরে ধরে তাহাকে এলাকায় সম্পূর্ণ অংশ ব্যবসা ছাড়িয়া দিতে হবে। হারুন যদি ব‍্যবসা ছাড়িয়া না দেয় তবে হারুনকে মারপিট করা সহ খুন জখম করবে এবং হারুনের ডিস লাইনের তার রাতের আধারে কেটে দিবে মর্মে হুমকি প্রদান করে। ওইদিন ১১ ঘটিকার সময় বিবাদীগন শত্রুতামুলক ভাবে তাহাদের হাতে হাসা কোটা/বেকি লোহা, দা কুড়াল নিয়ে এসে কিয়াসের মোড়ের রাস্তা উপর জন সম্মুক্ষে অনুমান ১৫০০ মিটার তার কাটে যার অনুমান মূল‍্য ২১,০০০/- টাকা ক্ষতি সাধন করেন এবং উক্ত সংবাদ জানার পরে হারুন ঘটনাস্থল গিয়ে বিবাদীদেরকে বাধা প্রদানের চেষ্টা করিলে বিবাদীগন হারুনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি প্রদান করে। বিবাদীগন আরও হুমকি প্রদান করে যে, হারুন সহ তার পরিবারের লোকজনদেরকে যে কোন সময় মারপিট করা সহ খুন জখম করবে। এবিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।