সোনাতলায় পুলিশের অভিযানে ১২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা

300

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস মোকাবেলায় দেশে কঠোর লকডাউন চলাকালে বগুড়ার সোনাতলা থানা পুলিশ জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মটরযানের বিরুদ্ধে ১২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা ও ১০টি মটরসাইকেল জব্দ করেছে। ৫ জুলাই সোমবার বিকালে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে থানা তদন্ত ওসি কামাল হোসেন,ট্রাফিক পুলিশ সার্জন তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার রেলগেট ও বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি পিক-আপ ভ্যান,১টি জিপগাড়ি ও ১০টি মটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মোটসাইকেলগুলো সোনাতলা থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজা বলেন, জেলা পুলিশ সুপার(এসপি) আলী আশরাফ ভুঞা স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।