বৃহস্পতিবার থেকে ৩৫ ঊর্ধ্বদের করোনা টিকার নিবন্ধন

143

অনলাইন ডেস্ক
৩৫ ঊর্ধ্ব ব্যক্তিরা বৃহস্পতিবার থেকে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার দুপুরে অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘করোনার টিকার নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত হয়েছে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা আগে টিকা পাবেন বলেও জানান তিনি।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সরকার গণটিকাদান কর্মসূচি শুরু করে। এতে টিকাদানের বয়সসীমা ৪০ করা হয়। এরপর করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় আরো বেশি মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনতে বয়সসীমা কমানো হলো।