কাহালুতে দূর্যোগ সহনীয় নির্মাণকৃত বাসগৃহ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

181

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগান সামনে রেখে’ মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলার ১ম ও ২য় পর্যায়ের দূর্যোগ সহনীয় নির্মাণকৃত বাসগৃহ পরির্দশন করা হয়।

বুধবার দুপুরে কাহালুর দেওগ্রামে ২য় পর্যায়ের দূর্যোগ সহনীয় নির্মাণকৃত বাসগৃহ পরির্দশন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। এছাড়াও তিনি অন্যান্য ইউনিয়নে ১ম পর্যায়ের দূর্যোগ সহনীয় নির্মাণকৃত বাসগৃহ পরির্দশন করেন এবং গৃহহীন পরিবারগুলোর সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদওয়ানুর রহমান, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের সহ স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অঙ্গিকার অনুযায়ী সারাদেশে গৃহহীনদের আশ্রয়নের অধিকার প্রতিষ্ঠাতা করেছেন। প্রতি পরিবারের জন্য ২টি বেডরুম, ১টি রান্নাঘর, ১টি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি বাসগৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।