করোনায় ২১২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো

257

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৭ই জুলাই দেশে ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৫৪৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ এবং ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।