করোনা সংক্রমণ রোধে থাইল্যান্ডে কারফিউ জারি

280

অনলাইন ডেস্ক
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ ৯টি প্রদেশে রাত্রিকালীন সাত ঘণ্টাব্যাপী কারফিউ জারি করেছে দেশটির সরকার। আগামী সোমবার (১২ জুলাই) থেকে এই কারফিউ শুরু হবে। রাত ৯টা থেকে রাত ৪টা পর্যন্ত মানুষের চলাচল নিয়ন্ত্রণে এমন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

গতকাল শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স।

এ কারফিউর বাইরে থাকবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক লেনদেন, ফার্মেসি এবং বৈদ্যুতিক সার্ভিসসমূহ। তবে বন্ধ থাকবে সকল ধরনের গণপরিবহনসহ কম প্রয়োজনীয় পণ্যের দোকানপাট।

কঠোর এ বিধি-নিষেধের মধ্যে কেউ বাড়ির বাহিরে যেতে পারবে না। বাড়ির বাইরে যেতে হলে যথাযথ কারণ দর্শাতে হবে। এছাড়া একই স্থানে পাঁচজনের বেশি জড়ো হতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৯ জুলাই) দেশটিতে নতুন করে ৯ হাজার ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের।সূত্র: ফ্রান্স ২৪