দুপচাঁচিয়ায় গাঁজা-ইয়াবা সহ ৩ কারবারি আটক

440

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ ১২ জুলাই সোমবার সকাল ৬.৪৫ ঘটিকায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর নির্দেশে থানার অফিসার এসআই এরশাদ আলীর নেতৃর্ত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারস্থ হইতে আলতাফনগরগামী পাকা রাস্তার কিছু দূরে নয়ন আলী সাকিদার(২৭).পিতা-মো: তসলিম সাকিদার,সাং-পিপড়া(ছাট),থানা-কাহালু,জেলা-বগুড়াকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।এছাড়াও ১১ জুলাই রবিবার রাত্রি ৮.৪৫ ঘটিকায় দুপচাঁচিয়া থানার এসআই মো: আলেফ উদ্দিন ফোর্স সহ রাত্রিতে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানাধীন বলদাহার গ্রামের জনৈক মো: গোলাম রব্বারী,পিতা-মো: হারেজ উদ্দিন এর বাড়ির উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর ১০০(একশত)গ্রাম গাঁজা বিক্রি করার জন্য অপেক্ষা করলে তাকে হাতে নাতে আটক করে।আটক কৃত আসামী আব্দুল মজিদ(৪৫).পিতা-মৃত ছইর শাহ্,সাং-নুরপুর,থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া।এবাদে ১১ জুলাই ৫.১৫ ঘটিকায় একই দিন দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো: শাহজাহান আলীর নেতৃর্ত্বে একটি আভিযানিক টিম বাজার টহল অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া পৌর সভার ৬নং ওয়ার্ডে কুন্ডুপাড়া মহল্লায় ইয়াবা বিক্রি করার জন্য অপেক্ষা করলে টহলরত আভিযানিক দল বর্ণিত ঘটনারস্থল হতে আইনুল প্রাং.(২৬)পিতা-মো:আব্দুর রশিদ,সাং- কুন্ডুপাড়া দুপচাঁচিয়া,থানা- দুপচাঁচিয়া, জেলা-বগুড়া কে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়।আটক কৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।