গাবতলীতে জনসাধারনের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে জিএফসি

398

স্টাফ রিপোটারঃ নুর আলম নুর।
বগুড়া জেলার গাবতলি উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গাবতলি ফ্রেন্ডস সার্কেল জিএফসি’র চিকিৎসক প্যানেলের পরিচালনায় শ্বাসকষ্ট জনিত রোগীদের নিকট দ্রুত অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন সংগঠনের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন একদল অভিজ্ঞ টেকনিশিয়ান। সংগঠনের সাথে সম্পৃক্ত ডাক্তারগণ সরাসরি অথবা টেলিফোনে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ছয়টি নিজস্ব অক্সিজেন সিলিন্ডার এবং ছয়টি অক্সিমিটার এর মাধ্যমে এই মহতী কার্যক্রমটির নেতৃত্ব দিচ্ছেন জিএফসি’ র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: সামীম হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সারিয়াকান্দি, বগুড়া এবং সার্বিক তত্ত্বাবধান করছেন জিএফসি’;র উপদেষ্টামণ্ডলীর প্রধান সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি।
(উল্লেখ্য যে:—উপজেলার যে কোনো প্রান্ত থেকে 01718825595—01737204402 এই নাম্বরে কল করলে অক্সিজেন সেবা রোগীর বাসায় বিনামূল্য পৌছে দেয়া হয়) জিএফসির এই মহতী উদ্দ্যগ কে সময়উপযোগি পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ,প্রশাসনিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।