শাজাহানপুরে তৃতীয় লিঙ্গের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

187

দুলাল হোসেন,শাজাহানপুর বগুড়ারঃ বগুড়া শাজাহানপুরে তৃতীয় লিঙ্গের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । মা নুরজাহান ইয়াসিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহামারী করোনায় কর্মহীন হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আহমেদ ফারুকী। আজ বুধবার সকালে ঘটিকার সময় শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ৫০জন হিজড়াদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছিল দু কেজি চাল এক কেজি আটা ১কেজি তেল ১ কেজি লবণ দেড় কেজি পিয়াজ ১কেজি আলু ও একটি করে হাত ধোয়ার সাবান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক করতোয়া পত্রিকা কলামিস্ট ও বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের আরবি প্রভাষক মোস্তাকিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ আকাশ, আতিকুর রহমান আপেল, আরিফুল ইসলাম, প্রমুখ। এসময় হিজড়া সম্প্রদায়ের সভাপতি স্বপ্না খাতুন বলেন এই করোনার মাঝে আমাদের মাঝে যারা এগিয়ে এসেছেন তাদেরকে ধণ্যবাদ জানিয়েছেন ।