বগুড়ার সারিয়াকান্দি হিন্দুকান্দি সড়কে দুর্ঘটনা যেন থামছেই না

356

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া) সংবাদ দাতাঃ বগুড়ার সারিয়াকান্দি হিন্দুকান্দি সড়কে দুর্ঘটনা যেন থামছেই না। এই দুর্ঘটনার জন্য দায়ী হলো রাস্তার অনেকটা ভিতর দিয়ে থাকা ইলেক্ট্রিক পোল সমুহ।সারিয়াকান্দি টিপুর মোর হইতে উর্ধগামী তিনমাথা পর্যন্ত প্রায় ২০টি পোল রাস্তার দেরফিট থেকে কোথাও তিন ফিট পর্যন্ত সড়কের মাঝে রয়েছে। এই পোলের কারনে রাস্তার অনেকটা অংশ ব্যাবহারের অনুপোযোগী হয়ে পরেছে। এছাড়াও কিছুদিন আগে রাস্তাটি সংস্কার করায় নিয়মিত চলাচল করা গাড়ী সমুহের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। পোল গুলোর মধ্যে দুইটি পোল রয়েছে যেগুলো খুব বেশী ঝুকিপূর্ণ। গত কয়েকদিন আগে ছবিতে উল্যেখ করা হিন্দুকান্দি বড় মসজিদের নিকটেরর পোলের কাছে দুর্ঘটনা আহত হন হিন্দুকান্দি গ্রামের ৮০ বছর বয়সের বৃদ্ধ সুলতান প্রামানিক। গতকাল বৃহস্পতিবার যে দুর্ঘটনা কবলে পরে দুইজন নিহত হন সেই স্থান টিও ছবিতে তুলেধরা অপর একটি পোল থেকে মাত্র ১৫ ফিট দূরে। এই দুইটি অতিঝুকিপুর্ণ পোল সহ অন্য পোল গুলো অপসারণ করা খুবই জরুরী হয়ে পরেছে। ইহা অপসারণ না করলে আরো অনেক মানুষের প্রান যেতে পারে এই সড়কে। এই ব্যাপারে সারিয়াকান্দি পোর সভার মেয়র মতিউর রহমান জানান, এই কাজটি পল্লী বিদ্যুৎ অফিসের। আমি তাদের অনুরোধ করেছি যেন তারা এই পোল গুলো দ্রুত অপসারন করে। আরো কথা হয় সারিয়াকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম অসিত কুমার জানান, খুব শীঘ্রই এই পোল অপসারণ করা হবে। তিনি আরো বলেন এই কাজ বাস্তবায়নের জন্য আমি স্থানীয়দের সহযোগীতা চাই। বগুড়া- ১ আসনের সাংসদ মহোদয় যেন এই পোল গুলো অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করেন, এই দাবী স্থানীয়দের । যাতেকরে এই সড়কে নতুন করে আর কোন প্রান না যায়।