শাজাহানপুরে এ,আর,কে গ্রুপের এডমিন অফিসারের প্রতারণার মুখোশ উন্মোচনে সংবাদ সম্মেলন

709

দুলাল হোসেন,শাজাহানপুর বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর এ,আর,কে গ্রুপের এডমিন অফিসার আবুল ফাত্তাহ এর প্রতারণার মুখোশ উন্মোচনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২টায় শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া পৌরসভার কলোনির মেসার্স রুবাইয়া ট্রেডাস এর জেনারেল ম্যানেজার রাসেল আহমেদ বাবু। এসময় তিনি বক্তব্যে বলেন, মেসার্স রুবাইয়া ট্রেডার্স, প্রোপাইটর রঞ্জন আলী, কলোনি বগুড়া এর ব‍্যবসার বকেয়া বাবদ ১৩,৮০,৭৯২ পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছিল শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এ,আর,কে সিএনজি ফিলিং স্টেশনের এডমিন অফিসার আবুল ফাত্তাহ (৫০)। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে বিগত ৩ মাস যাবৎ বিভিন্ন ছলনা ও প্রতারণার আশ্রয় নিয়ে উক্ত ন্যায্য পাওনা টাকা পরিশোধ করিতে গরিমশি করে। এমনকি এক পর্যায়ে পাওনা টাকাগুলো পরিশোধ করতে অস্বীকার করে বসে। এ বিষয়টি সমাধানের জন্য এ,আর,কে গ্রুপের বগুড়া অফিস কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা হেড অফিসে পাঠানো রুবাইয়া ট্রেডার্সের ১০০℅ সঠিক সার্বেয়ার রিপোর্ট বিল উত্থাপনের পর এ,আর,কে গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্বরত আবুল ফাত্তাহকে রোবাইয়া ট্রেডার্স এর উক্ত পাওনা টাকা গত ১৩ জুলাই পরিশোধ করার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। তারপর থেকে সে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়তার সূত্রে পরিচয় দান করে। এমনকি র‍্যাব পুলিশের মাধ্যমে হয়রানি করাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদানের মাধ্যমে উক্ত পাওনা টাকা আত্মসাৎ করার অপচেষ্টা করিতেছে। যা সঠিক তথ্য প্রমাণাদি সহ ইতিপূর্বে উক্ত বিষয়টি শাজাহানপুর থানায় অবগত করা হয়েছে। সর্বশেষ সাংবাদিক সম্মেলন মাধ্যমে এ,আর,কে গ্রুপের এমডি ও প্রশাসন বরাবর বিশেষ আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দরুন ব্যবসায় মন্দাকালীন মুহূর্তে রুবাইয়া ট্রেডার্সের কর্মরত সদস্যবৃন্দ ছাড়াও মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সমাজের বহু পরিবারের কুরবানী ঈদের খরচের একমাত্র ভরসা আমার এই ব্যবসা প্রতিষ্ঠান। তাই উক্ত বকেয়া পাওনা টাকা গুলো কালক্ষেপণ না করে অতি দ্রুত বাধ্যতামূলক পরিশোধ করার নির্দেশনা পূর্বক প্রতারক আবুল ফাত্তাহকে শাস্তির জন্য আবেদন করছি। যেন সে ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়তার নাম ভাঙ্গিয়ে আর কোন জনসাধারণকে প্রতারণায় ফেলতে সাহস না পায়।