সাবেক রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যু বার্ষিকীতে বগুড়ায় কৃষক পার্টির স্মরনসভা ও দোয়া মাহফিল

211

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা কৃষক পর্টির আয়োজনে স্মরন সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক পার্টির কেন্দ্রিয় সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম। জেলা কৃষক পার্টির সদস্য সচিব সাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জাপানেতা শহিদুর রহমান পশারী মন্টু, লুৎফর রহমান সরকার স্বপন, জহুরুল ইসলাম মটু, আজিজুল হক আরজু, শহিদুল আলম শহিদ, এমরান রহমান মিঠু, ছাত্রসমাজনেতা ফরহাদ আলী খোকন, সফিকুল ইসলাম রতন, জাপানেতা আবু সাঈদ, আল আমিন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু এরশাদ আমৃত্যু দেশ ও জনগনের কল্যানে রাজনীতি করেছেন। জাতীয় পার্টির আমলে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌছে দিয়েছিলেন পল্লীবন্ধু এরশাদ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ গ্রামীণ অর্থনীতির যুগান্তকারী উন্নয়ন হয়েছিল। বাংলাদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল জাতীয় পার্টির শাষন আমল। দেশের সার্বিক উন্নয়ন ও গনতন্ত্র প্রতিষ্ঠায় পল্লীবন্ধু এরশাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরন করবে।

সভা শেষে দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ জাতির কল্যাণ ও করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সদর থানা মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।