মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সকলের সহযোগিতা চেয়ে বগুড়ায় সাংবাদিক সম্মেলন

189
আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সকলের সহযোগিতা চেয়ে বগুড়ায় সাংবাদিক সম্মেলন করেছে জাকির নামের এক যুবক।লিখিত বক্তব্যে তিনি বলেন,  প্রিয় সাংবাদিকবৃন্দ,গত ৯ জুন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তরপাড়ার এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে আমাদের ছবি ও নাম ব্যবহার করে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার অপচেস্টা করা হয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে স্থানীয় প্রভাবশালীরা তাদের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে আমাদের বির“দ্ধে মিথ্যাচার চালিয়ে এলাকাবাসীকে বিভ্রান্ত করছে। প্রিয় কলম সৈনিকবৃন্দ,আমরা নিম্ন স্বাক্ষরকারীরা মালতিনগর দক্ষিণপাড়া ও চকলোকমান উত্তরপাড়ার বাসিন্দা। আমরা সকলেই বিভিন্ন কর্ম করে জীবিকা নির্বাহ করে আসছি, যা স্থানীয়রা সহ সচেতন মহল অবগত রয়েছেন। ঐ দিনের মানববন্ধনে যাদের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে কেউ মাদক সম্রাট বা মাদক ব্যবসার সাথে জড়িত নয়, কখনো ছিল না। সোহান গর“ ছাগল পালনসহ পুকুরে মাছ চাষ করে, সুজন ও জুয়েল দর্জি শ্রমিক, জাকির হোসেন নির্মান উপ ঠিকাদার, রাসেল সিএনজিচালিত অটোরিক্সার মিস্ত্রি, সাদ্দাম টাইলস মিস্ত্রি। তবে আমাদের মধ্যে কেউ কেউ সংগদোষে একসময় মাদক সেবন করতো। বখাটেদের প্ররোচনায় মাদক গ্রহণ করলেও ১ বছর যাবত এখন আমরা প্রায় সবাই মাদকমুক্ত। বর্তমানে সুস্থ্যভাবে জীবনযাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, স্থানীয়ভাবে কিছু ভুল বোঝাবুঝির কারনে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে তারা মানববন্ধন করেছে। আমরা যেহেতু মাদক থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। বখাটে বন্ধুদের কারনে আমরা বিপথগামী হয়েছিলাম। আমরা আমাদের ভূল বুঝতে পেরে এখন স্বাভাবিক জীবনযাপন করতে চাই। অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে চাই। সবার সাথে এলাকায় মিলেমিশে থাকতে চাই। এজন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা চাই। প্রিয় কলম সৈনিকবৃন্দ,ভবিষ্যতে আমরা কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকবো না, এই অঙ্গীকার করছি। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে স্থানীয় সচেতন মহলের সাথে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করবো। তাই আমাদেরকেk স্বাভাবিক জীবনে ফিরে আসা সহ এলাকায় পরিবারের সাথে একসাথে বসবাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে স্থানীয় সচেতনমহল ও পুলিশ প্রশাসনের কাছে বিনিত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।