পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

158

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায়- হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

১৯ জুলাই দুপুরে সরেজমিনে ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যার ফজলুল করিম আমাদেরকে ১০ কেজি করে চালের স্থলে ৮-৯ কেজি করে পলিথিন ব্যাগে চাল দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করলে চেয়ারম্যার আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আপনারা সাংবাদিকেরা এলে ১০ কেজি ওজনের চাল ভর্তি পলিথিন এনে সামনে রাখেন। আপনারা আবার চলে গেলে চেয়ারম্যান ঐ আগের মতই ৮-৯ কেজি করে চাল বিতরণ করে।

এবিষয়ে সাংবাদিকেরা সত্যতা যাচাই করতে গেলে চাল ওজনে কম দেখা যায়। সাংবাদিকরা চাল কম দেয়ার কথা বললে, চেয়ারমান ফজলুল করিম দ্রুত সটকে পড়েন।