ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলার উপর কঠোর নজরদারী রেখেছেন দুপচাঁচিয়া থানা পুলিশ

153

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিবেদকঃ আগামীকাল ২১ শে জুলাই মঙ্গলবার মুসলিম ধর্মের বড় উৎসব ঈদুল আযহা(কোরবানী-ঈদ) অনুষ্ঠিত হইবে।এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবি মানুষ বাড়ীর টানে বাবা মা আত্মীয়দের সংগে ঈদ করার জন্য আসতে শুরু করেছে। এর মধ্যে এক শ্রেণীর অসাধুব্যক্তি বড় ধরনে ঘটনা যাতে না করতে পারে যেমন- চুরি,ছিনতাই,ডাকাতি এর জন্য বগুড়া পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলীর নের্তৃত্বে থানার ৬টি ইউনিয়নের বিট অফিসারদেরকে স্ব-স্ব এলাকায় বিট পুলিশিংএর মাধ্যমে অত্র এলাকার ৬/৭ জন করে স্বেচ্ছাসেবক কর্মি নিয়ে ডিউটিতে থাকার জন্য বলা হয়েছে ।উল্ল্যেখ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা বৃহৎ ব্যবসায়ী প্রতিঠান যেখানে বিভিন্ন অঞ্চল হইতে উৎসবের কেনা-কাটার জন্য আসে এবং সব সময় মার্কেটগুলো মানুষজনের ভীড় লেগেই থাকে আর মার্কেটের সামনে দিয়ে বগুড়াÑনওগাঁ মহা সড়ক সাড়াদিন জানজোট লেগেই থাকে এর কারনে ক্রাইম হওয়ার সম্ভাবনা থেকেই যায় ।এই মহান উৎসবকে ঘিরে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সবাই যেন এক সংগে ঈদুল আযহা উৎসব পালন করতে পারে।