বগুড়াবাসীকে পবিত্র ঈদ উল আযহা`র শুভেচ্ছা জানিয়েছে জেলা বোট

359

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম-বোট বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বগুড়াবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থিত সকল কে  পবিত্র ঈদ উল আযহা`র শুভেচ্ছা জানিয়েছেন সংগঠন এর জেলা শাখার সভাপতি শফিউল আলম শিবলু ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।

নেতৃদ্বয় এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ উল আযহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রকৃতির নিয়মেই বছর ঘুরে এলো ঈদ। প্রতি বছরের মতো এবারও ঈদ এসেছে কিন্তু আসেনি আনন্দ। করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। আর এই অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে ঈদ উল আযহা উদযাপন করছে বাংলাদেশ সহ পৃথিবীর ১৮০ কোটি মুসলমান। করোনা ক্রান্তিকালে এবারের ঈদ আনন্দ, সৌহার্দ্য ও যোগাযোগের জন্য ইতিবাচক নয়। দেশের করোনা মহামারি আমাদের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে। বদলে দিয়েছে মানুষের জীব-বৈচিত্র্য, অনেকে হাঁরিয়েছে প্রিয়জন, অনেকে এখনো লড়ছে। মানুষের প্রাণ বাঁচাতে দেওয়া হয়েছে সরকারি নির্দেশনা।

তবুও প্রকৃতি তাঁর আপন গতিতে বহমান। “ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রীতি, ভাতৃত্ব ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এদিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে, হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হব।”

আজ এই কঠিন মহুর্তে আমরা “তাদের জন্য প্রার্থনা করছি, যাঁরা আমাদের মাঝে নেই। আরা যাঁরা এই কঠিন সময়ের সঙ্গে লড়ছেন, তাঁদের জন্য আরও বেশি প্রার্থনা করি। আরও প্রার্থনা করি, তাঁদের জন্য, যাদের আর কেউ নেই।”

নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন অবশ্যই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। ঘরে বন্দিত্বের শিকল থেকে মুক্ত হবে মানুষ, ব্যস্ত হবে নগরী। সেই দিন আবারও জমে উঠবে ঈদের আনন্দ। আর একটু কষ্ট, একটু অপেক্ষা, একটু ধৈর্য- এইতো সুড়ঙ্গের ওপারে আলো।” সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন।অবশ্যই মাস্ক পরিধান করুন ।মহান আল্লাহ আপনাদের সকলের সহায় হোন।ঈদ মোবারক।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বোট টিমের।