বগুড়ার শেরপুরে পৃথক পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

216

মোঃ জাকির হোসেন:শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর এর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

জানা যায়,শনিবার (২৪জুলাই) সন্ধ্যায় সাব-ইন্সপেক্টর জাহিদের নেতৃত্বে শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা ঘাটপার এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১৬০০ টাকাসহ রণবীরবালা এলাকার জহুরুল ইসলাম মিলনের ছেলে ৭ মামলার আসামি মোহাম্মদ সোনম ওরফে রাজু (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই দিনে অন্য একটি অভিযানে রাত নয়টার দিকে শেরপুর থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখের পুত্র মোঃ রিংকু শেখ (৩৬)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
প্রায় একই সময়ে অপর এক অভিযানে এসআই মোঃ সাচ্চু বিশ্বাস সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পোদ্দার পাড়া অধিবাসী মৃত হাবিবুর রহমানের পূত্র মোঃ জাফর সাদেক @ বকুল (৩২), কে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

রোববার (২৫ জুলাই) দুপুরে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।