বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২জনের মৃত্যু, শনাক্ত ২৪২

393

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় জেলার দুটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গে ৭ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের জিয়াউল আলম(৪০), আজিজুল হক(৬৮), হাসিনা(৬২), আলী আজম(৬০) এবং শাজাহানপুরের রফিকুল ইসলাম(৫০)।এ ছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৮৪০ নমুনায় নতুন করে আরও ২৪২জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮দশমিক ৮০শতাংশ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রোববার সকালে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

নতুন করে শনাক্ত দের মধ্যে বগুড়া সদরের ১৪৫, সারিয়াকান্দি ২৯, শেরপুর ১৪, শাজাহানপুরে ১২, দুপচাঁচিয়ায় ৯, সোনাতলায় ৮, গাবতলীতে ৬, ধুনটে ৬, কাহালু ৪, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রামে ৩জন করে। এছাড়া একই সময়ে করোনা থেকে ২১২জন সুস্থতা লাভ করেছেন।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৭জন এবং ৫৩৮জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৩৯জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।