করোনা ভাইরাসঃ বগুড়ায় আক্রান্ত এবং উপসর্গে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭০

215

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় জেলার তিনটি হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ১৫জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তির নাম আসাদুল্লাহ(৯০)। সদরের এই বাসিন্দা টিএমএসএস হাসপাতালে মারা গেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৬২২ নমুনায় নতুন করে আরও ১৭০জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭দশমিক ৩৩শতাংশ। এদের মধ্যে সদরের ১০৩, শাজাহানপুরে ১৭, শেরপুরে ১৫, শিবগঞ্জে ১১, গাবতলীতে ৬, কাহালুতে ৪, দুপচাঁচিয়ায় ৩, সারিয়াকান্দি ৩, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ২, ধুনটে ২ এবং সোনাতলায় একজন। এছাড়া একই সময়ে করোনা থেকে ১৩৭জন সুস্থতা লাভ করেছেন।

ডা. তুহিন  আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪জন এবং ৫৩৯জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৭১জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।