বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের আদালতের রায়ের কপি প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর

183

ইমরানুল হকঃ ২৬ জুলাই (সোমবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিশেষ কমিটি গঠনের আদালতের রায়ের অবহিতকরণ পত্র প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়। রায়ের অবহিত করণ পত্র হস্তান্তর করেন সভাপতি সেকেন্দর আলী মন্ডল। জানা যায়, জেলা বগুড়ার শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিগত ০৯/০৫/২০২১ তারিখের আদেশ/নির্দেশ মতে অদ্যবদি বিশেষ কমিটির সভাপতি সেকেন্দার আলী মন্ডল থাকা অবস্থায়। মাননীয় আদালাত বিগত ১৮/০৭/২০২১ তারিখে একখানা ইনফরমেশন স্লিপ প্রদান করেন। যেখানে বাদীর দরখাস্তের বিজ্ঞ আদালত অন্তবর্তী কালিন আদেশে বিশেষ কমিটি গঠন করিয়া দিয়েছেন। বর্তমানে ১৩২/২০২১ নং মোকদ্দর্মা ম্যানডেটরি নিশেধাজ্ঞার মোকদ্দর্মাটি বিচারাধিন রহিয়াছে। বিজ্ঞ আদালত বিশেষ কমিটির সভাপতির স্বাক্ষরে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি উত্তোলণের জন্য আদালত নির্দেশ প্রদান করেন।
উক্ত কমিটির সভাপতি হলেন সেকেন্দার আলী মন্ডল, অভিভাবক সদস্যরা হলেন আবু বক্কর সিদ্দিক, আব্দুল জলিল, আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি হলেন মোছাঃ ইসমাতারা খাতুন, মুনজুরুল ইসলাম। ইব্রাহীম হোসেন প্রধান শিক্ষক, পদাধিকার বলে কমিটির সদস্য সচিব।