সারিয়াকান্দিতে কোন কাজে আসছে না সৌরশক্তি নির্ভর নিরাপদ পানি সরবরাহ কর্মসূচি

270

শিবলী সরকার, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদ দাতাঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বরুরবাড়ী এলাকায় স্থাপিত সৌর শক্তি নির্ভর নিরাপদ পানি সরবরাহ কর্মসুচির অধিনে নির্মান করা সাপ্লাই পানির লাইন কোন কাজেই আসছে না। দীর্ঘদিন যাবত এটি স্থাপন করা হলেও এর থেকে কোন সুফল পান নি স্থানীরা এমন দাবী তাদের। উপরোক্ত সরকারি খরচের বাহিরে কয়েকশত পরিবার দুইশত করে টাকা অতিরিক্ত দিয়েও কোন কাজ হয়নি। অবহেলিত ভাবেই পরে আছে এই কার্যক্রম। বগুড়ার সারিয়াকান্দি ও পার্শবর্তী সোনাতলা উপজেলার চরাঞ্চলের দরিদ্র মানুষদের জীবন মান উন্নয়ন শির্ষক এক প্রকল্পের আওতায় এই পানি সর্বরাহ ব্যাবস্থা বাস্তবায়ন করে পল্লী উন্নয়ন একাডেমী (আর ডি এ) বগুড়া। এই এল আই পি প্রকল্পের অধিনে অন্যান্য এলাকায় স্থাপন করা পানি সর্বরাহ ঠিক ভাবে চললেও আলোর মুখ দেখেনি এই নিজ বরুরবাড়ীতে স্থাপন করা কর্মসূচী। অজানা কারনে নষ্ট হচ্ছে মুল্যবান সম্পদ সমুহ। স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, এই প্রকল্প চালুর পর থেকে এক দিন পানি পায়নি সে। আরো এক বাসিন্দা বলেন, আমরা যা আশা করেছিলাম তাহা হয়নি। হতাশ হয়েছি আমরা। কোন কাজে আসেনি আমাদের এই প্রকল্প। এই পানি সর্বরাহ ব্যাবস্থা সচল রাখতে এবং রক্ষনাবেক্ষনের জন্য স্থানীয় ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্য চালুয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গভির ভাবে ক্ষনন করেও পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। দুইবার নলকুপ করেও কোন কাজ হয়নি। শীঘ্রই এই পানি সর্বরাহ ব্যাবস্থা চালু করা এবং এর পিছনে কারো গাফিলতি আছে কিনা তা ক্ষতিয়ে দেখার দাবী স্থানীয়দের।