সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক চলাচলের কারনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রন বাধ

304

শিবলী সরকার, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদ দাতাঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা এলাকায় বালুবাহী ট্রাক চলাচলের কারনে ক্ষতির মুখে পরেছে সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রন বাধ। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা বাজার হইতে ধলিরকান্দি পর্যন্ত নতুন রুপে বাধ নির্মান করা হয়। কর্নীবাড়ী ইউনিয়ন পরিষদ এর সামান্য অদুরেই ধলিরকান্দি এলাকায় কতিপয় অবৈধ বালু ব্যাবসায়ীববালু উত্তোলন করে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছে। তাদের বালুর ট্রাক চলাচলের জন্য সড়ক হিসাবে বেছেনিয়েছেন বন্যা নিয়ন্ত্রন বাধ। যাহার দরুন নিয়মিত চলাচল করা ট্রাকের কারনে মাটির এই নতুন বাধটি ঝুকির মুখে পরেছে। এছাড়াও ধলিরকান্দি এলাকার অপর একটি বালু পয়েন্টের কারনে বড়ইকান্দি হইতে নিজামুদ্দিন স্কুল গামী সড়কের ও বেহাল দশা হয়েছে। এই রাস্তাটি যেখানে বাধ ক্রস করেছে, সেখানেও ভাঙ্গনের কবলে পরেছে বন্যা নিয়ন্ত্রন বাধ।সম্প্রতি যমুনা নদীর পানী বাড়তে শুরু করেছে, সামনে বন্যা থাকলেও এই বাধের রক্ষানাবেক্ষনের ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন মনোভাব লক্ষনীয়। আসন্ন বন্যায় বড় ধরনের ক্ষতির মুখে পরার আগে এই বাধ রক্ষার দাবী স্থানীয়দের। বাধ রক্ষার জন্য শীঘ্রই যথাযথ ব্যাবস্থা গ্রহন না করলে বড় ধরনের ক্ষতির মুখে পরতে পারে স্থানীয় বাসিন্দারা এমনটা মনে করছেন সুধীজনরা। এই ব্যাপারে পানী উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। যদি এমনটা হয়ে থাকে আমরা খুব শীঘ্রই ব্যাবস্থা নিবো। কোন ভাবেই বাধের ক্ষতি মেনে নেয়া যাবে না।