নন্দীগ্রাম থেকে অপহৃত দুই মাদ্রাসা ছাত্রী উদ্ধার: অপহরণকারী আটক

932

স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম থেকে অপহরণের শিকার দুই  মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মারুফ হাসান(২২) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মারুফ নন্দীগ্রাম উপজেলার মাহফুজার রহমানের ছেলে।

মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার পরেরদিন মাদ্রাসা পড়ুয়া দুই বান্ধবী নিজ নিজ বাড়ী থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যায়। কিন্তু তারা বাড়ীতে ফিরে না আসায় ভিকটিমদের অভিভাবক তাদের আত্মীয়স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোন খোঁজ না পাওয়ায় অভিভাবকেরা নন্দীগ্রাম থানা এবং র‍্যাব-১২ বগুড়াকে নিখোঁজের বিষয়টি জানায়।

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা টীম অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং বগুড়া জেলার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সোমবার(২৬ জুলাই) দিবাগত রাত একটার দিকে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে মারুফকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যমতে দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (লেঃ কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী চক্র ওই দুই ছাত্রীকে ফুঁসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসে। অপহরণকারী চক্র তাদের ভয় দেখিয়ে চট্রগ্রামে নিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু লকডাউনের জন্য কোন সুবিধা জনক গাড়ী না পাওয়ায় তারা বগুড়া শহরে তাদের একটি বাসায় আটকিয়ে রাখে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করার চেষ্টা করে।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে গ্রেফতারকৃত অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।