বগুড়ায় করোনা এবং উপসর্গে ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫

277

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১১জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গে ৫জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের পারভীন(৩৫), শিবগঞ্জের ফজলুর রহমান(৬৫), সদরের যথাক্রমে দুলালী বেগম(৪০), ফেরদৌস আলম(৫৮), জয়নাল আবেদীন(৭৮) এবং হেলেনা(৪৮)।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫১৪ নমুনায় নতুন করে আরও ১৩৫জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ২৬ শতাংশ। এদের মধ্যে সদরের ৭৩, শেরপুরে ১৮, শাজাহানপুরে ৮, সারিয়াকান্দি ৭, ধুনটে ৭, দুপচাঁচিয়ায় ৬, কাহালুতে ৪, গাবতলীতে ৪, আদমদীঘি ৩, নন্দীগ্রামে ৩, সোনাতলা ও শিবগঞ্জে একজন করে। এছাড়া একই সময়ে করোনা থেকে ১৯২জন সুস্থতা লাভ করেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান।

ডা. তুহিন আরও  জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৬জন এবং ৫৪৫জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯০৮জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।