পলাশবাড়ীতে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন অমান্য করায় জরিমানা

141

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মচ্চ নদীর পাশে আবাদী জমি হতে বালুমহল ও ভূমি আইন অমান্য করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটি বালু উত্তোলন ও পরিবহন করায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

২৯ জুলাই বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একটি ভেকু ও কয়েকটি ট্রাক্টর আটক করেন।

সরেজমিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১টি মামলায় ১ জনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২টি মামলায় ২ জনকে ৪০০ টাকা জরিমানা আদায় সহ স্বাস্থ্য বিধি বাস্তবায়নে হাটে-বাজারে, গ্রাম-গঞ্জে জনসমাগম পূর্ণস্থানে অভিযান পরিচালনা করেন।#