বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিশেষ কমিটি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

203

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিশেষ কমিটি বাতিলের প্রতিবাদে ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ও নিম্ম আদালতকে ভূল তথ্য দিয়ে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনা করার চেষ্টা করছে। তিনি আরও বলেন আপনাদের সদয় আবগতির জন্য জানাচ্ছি যে, এটা একটা অবৈধ কমিটি, বিশেষ কমিটি অথ্যাৎ ৫০ ধারা বর্তমান নীতিমালা নাই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৬ সালের উক্ত ৫০ ধারার বিশেষ কমিটি বাতিল করে দিয়েছে। এখানে নিম্ন আদালতের রায় কার্যকর হবেনা। তাই এই কমিটির অধীনে সকল ধরনের কার্যক্রম অবৈধ। এখানে আরও উল্লেখ্য যে, উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য বগুড়ার শিবগঞ্জ সহকারী জজ আদালতে আপীল করা আছে এবং উক্ত আপীল বিচারাধীন অবস্থায় আছে। এসময় উপস্থিত ছিলেন শ্যামল কুমার সাহা, আব্দুল হাই, আলম মেম্বার, নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আরিফ হোসেন, ধলু মিয়া, এম এম তৌহিদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।