সোনাতলায় প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

266

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরের রোপা আমন মৌসুমে বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আপদকালীন পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের নাবী জাতের বীজ বিতরণ করা হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বীজ বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বীজ বিতরণ করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, এসআই শহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল, ছাত্রলীগ নেতা অমিত কুমার গুপ্ত প্রমূখ।