বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

484

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন দুই সন্তানের জননী রোকসানা।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে শেরপুর থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী যে মামলা নং ৩২। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

এজাহার সুত্রে জানা গেছে, দুই সন্তানের জননী বাদী রোকসানা প্রায় এক বছর পুর্বে ইউপি চেয়ারম্যানে এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন। চেয়ারম্যানের ওই আত্মীয় টাকা ফেরত দিতে তালবাহানা করায় টাকা ফেরত পাবার নিমিত্তে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে ফোন করলে তিনি রোকসানাকে তার বাসায় যেতে বলেন। শুক্রবার বিকেলের দিকে ওই নারী শেরপুর শহরের জগন্নাথপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় গেলে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই নারীকে জোরপুর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে ওই নারী শেরপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে চেয়ারম্যান আবদুল ওয়াহাবের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় কথা বললে তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান এবং ভিকটিমকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।