বগুড়ার ধুনটে বিভিন্ন মালামাল চুরি, থানায় অভিযোগ

550

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়ার ধুনটে টলির ব্যাক ডালা, শ্যালোর পাম্পসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি গত ১৯ জুলাই উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ট্রলির মালিক হায়দার আলী বাদী হয়ে গত ২২ জুলাই ৩ জনকে অভিযুক্ত করে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত অনুমান সাড়ে ১১ টায় হায়দার আলী তার বাড়ির উঠানে ২টি ট্রলি রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার ২ টি ট্রলির পিছনের ব্যাক ডালা নেই। এমতাবস্থায় একই রাতে মোহনপুর গ্রামে আমার মতো আরো ১০-১২ জনের বিভিন্ন প্রকার মালামাল চুরি হয়ে গেছে। আমি চুরি হয়ে যাওয়া মালামালের সন্ধান করতে থাকি। গত ২০ জুলাই বিকাল ৫ টার দিকে আড়কাটিয়া বাজারে হবিবর রহমানের ছেলে জুয়েল প্রাং এর দোকানে মোহনপুর গ্রামের আমজাদের ছেলে জুয়েল সরকার ও সাদ্দাম নামে ২ ব্যাক্তি ক্রয় বিক্রয়ের সময় হায়দার আলী ও রজিত প্রাং চুরি হয়ে যাওয়া মালামাল দেখে নিশ্চিত হয়। তখন বিবাদীদের কে চুরি করার বিষয়ে জিজ্ঞাসা করলে হায়দার আলী কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখি আচরন করে। পরে গত ২২ জুলাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বয় দ্বারা সালিশ ডাকা হলে তারা বিচারের রায় অমান্য করে চলে যায়। ধুনট থানার এএসআই মোঃ রিপন মন্ডল সংবাদ কর্মীদের জানান অভিযোগ পাওয়া গেছে বিষয়টি সরেজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।