সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে চালু হচ্ছে ফেরী: আগামী ১২ই আগষ্ট উদ্বোধনের লক্ষে প্রস্ততি সভা

862

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া)সংবাদ দাতাঃ- আগামী ১২ই আগষ্ট বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা হইতে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্যবর্তী নৌরুটে উদ্বোধন হচ্ছে ফেরী চলাচল। এই ফেরী উদ্বোধন উপলক্ষে আজ ৩১শে জুলাই ২০২১ শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাথে এক প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ওয়াহেদুল ইসলাম সহ দুই উপজেলা আওয়ালীগের অন্যান্য নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান সহ সূধীজনরা উপস্থিত ছিলেন। প্রস্ততি সভা শেষে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা এবং সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই ফেরী উদ্বোধন হলে দুই উপজেলার বাসিন্দা সহ এই নৌ পথে যাতায়াতকারী সকল মানুষের সুবিধা হবে। বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের একটি ইচ্ছা ছিলো এই ফেরী চলাচল বাস্তবায়ন করা। অবশেষে এমপি পত্নী বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান সাধারন মানুষের সেই দুর্ভোগ এবং নিরাপত্তার কথা ভেবে উদবোধন করতে যাচ্ছেন এই ফেরী চলাচল।