বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গে ১১জনের মৃত্যু, শনাক্ত ১০৫

205

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।করোনায় মারা যাওয়া ৬জনের মধ্যে ৪জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার। বগুড়ার ৪জন হলেন- শেরপুরের রেহানা(৪৫), শাজাহানপুরের মঞ্জুফা(৪৫), সদরের রুপ কুমার সাহা(৫২) এবং সারিয়াকান্দির তুলি(৫৫)।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৯৮ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০৫জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫শতাংশ। এছাড়া একই সময়ে ১৫৮জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার সকালে অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

নতুন আক্রান্ত ১০৫ জনের মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরে ৯, শিবগঞ্জে ৭, সোনাতলা ৭, সোনাতলা ৬, নন্দীগ্রামে ৫, সারিয়াকান্দি ৪, আদমদীঘিতে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ও গাবতলীতে একজন করে।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৯জন এবং ১ হাজার ৩০৯জন চিকিৎসাধীন।