বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে মুদি ব্যবসায়ীকে মারপিট থানায় অভিযোগ

312

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার, পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রুবেল আহমেদ নামে এক মুদি (ব্যবসায়ী) মারপিট করে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। ৭-ই আগস্ট শনিবার সকাল ৭ টার দিকে বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মুদি ব্যবসায়ী রুবেল আহ্মেদ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির বোনজামাই আব্দুল মজিদ সংবাদকর্মীদের বলেন, আমার স্ত্রীর ভাই মুদি ব্যবসায়ী মোঃ রুবেল আহ্মেদ শনিবার সকল ৭ টার দিকে তার নিজ বাড়ি থেকে মুদি দোকানের মালামাল কেনার জন্য ধুনট উদ্দেশ্যে ঘর থেকে বের হলে । এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মোঃ বেলাল হোসেন এর ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২), মৃতঃ আবেদ উদ্দিন এর ছেলে মোঃ হেলাল আমিন (৪০), মৃতঃ মোজাম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩২), জহরুল ইসলাম এর স্ত্রী মোছাঃ আনজেরা খাতুন (২৫) ও মৃতঃ মোজাম এর স্ত্রী মোছাঃ জামফল (৫০) গণ আমার স্ত্রী ভাই মোঃ রুবেল আহমেদর কাছ থেকে মুদির দোকানের মালামাল আনার টাকা কেড়ে নিয়ে তাকে মারপিট করে আহত করেন। মুদি ব্যবসায়ী রুবেল আহমেদকে মারপিটের বিষয়ে তাহার বোনজামাই মোঃ আব্দুল মজি বাদী হয়ে ৫ জুনকে আসামি শনিবার সকলে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান মারপিট একটি অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় বিবাদী জরুল ইসলাম কে জিজ্ঞাসা করলে তিনি সংবাদকর্মীদের বলেন রুবেল আহ্মেদ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমরা তাকে মারপিট করি নাই এবং টাকা পয়সা কেড়ে নেইনি,আমাদেরকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।