বগুড়ার ধুনটে বাড়ির সীমানাকে কেন্দ্র করে দুই অন্তঃসত্ত্বাকে মারপিট থানায় অভিযোগ

204

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়ার ধুনটে বাড়ির সীমানাকে কেন্দ্র করে দুই অন্তঃসত্ত্বা মেয়েকে মারপিট করেছে প্রতিপক্ষ। আহত ব্যক্তিরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এ হামলার ঘটনা ঘটেছে ধুনট উপজেলার ঝিনাই গ্রামে। গত ৬-ই আগস্ট (শুক্রবার) বিকাল অনুমান ৫ টার সময় বাড়ির সীমানা কে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী মৃতঃ আলতা সরকার ছেলে মোঃ আব্দুর রশিদ (৬০) ও তাহার ছেলে মোঃ রায়হান (৩২),পুত্রবধূ মোছাঃ রুপালী খাতুন (২৬), ও আনু ফকির স্ত্রী মোছাঃ জুলেখা খাতুন (৩৪), সবাই দলবদ্ধ হইয়া অনধিকার ভাবে মেহের সরকারের বাড়িতে প্রবেশ করে তাহার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাঃ নাছরিন আক্তার (৩০) কে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় সেলা ফুলা জখম করেন। নাছরিনকে মারপিট করার নিষেধ করেন তার দেওরের স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা লিপি খাতুন। নাছরিনকে মারপিটের নিষেধ করায় তখন বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া ৯ মাসের অন্তঃসত্ত্বা মোছাঃ লিপি খাতুনকে মারপিট করে আহত করেন। মারপিটের বিষয়ে গত ৭-ই আগস্ট শনিবার নাছরিন আক্তার বাদী হইয়া ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধুনট থানার উপপরিদর্শক এসআই মোঃ মোরশেদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।