বগুড়ায় করোনা এবং উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫০

217

স্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৫জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়া একই সময়ে জেলায় ২৩৫ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ২৭শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে বগুড়ার দুইজন। এরা হলেন- শিবগঞ্জের মিনা রানী(৫৬) এবং সদরের হাফিজুর রহমান(৮১)। এছাড়া বাকি ৩জন অন্য জেলার। নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬০৪জন দাঁড়ালো।

নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে সদরের ৪৬জন এবং বাকি ৪জন শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীর বাসিন্দা।

ডা. তুহিন আরও জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৫৩৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন। ১৭ হাজার ৭২৮জন এবং ১ হাজার ২০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।