ধুনটে দখলীয় সম্পত্তিতে হালচাষ বাধা দেওয়ায় মহিলাকে মারপিট,থানায় অভিযোগ

211

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার, বগুড়া ধুনটে দখলীয় সম্পত্তিতে হালচাষ বাধা দেওয়ায় মোছাঃ পারভীন আক্তার নামে এক মহিলাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে । ৯-ই আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এই ঘটনা ঘটে। আহত পারভীন আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন ব্যক্তির স্বামী মোঃ মেরাজুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, নাংলু মৌজার,খতিয়ান নং৭২৪, সাবেক দাগ নং ১৭৪৮,হাল দাগ নং ৩৩৬৫,সম্পত্তির পরিমাণ ৫০ শতাংশ এ-র কাতে ২৬ শতাংশ সম্পত্তি আমি ২০০৯ এবং ২০১০ সালে কবলা রোজিঃ দলিল মূলে প্রাপ্ত হইয়া তারপর হইতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতিছি, উক্ত সম্পত্তিতে সোমবার সকলে একই গ্রামের মৃত: নবির উদ্দিন ফকির এর ছেলে মোঃ লুৎফর ফকির (৬০ ), মোঃ হেলাল ফকির (৫২ ), তাদের লোকজন সঙ্গে নিয়ে আমার সম্পত্তিতে জবরদখল ভাবে পাওয়ার টিলার দিয়ে হাল – চাষ করতে থাকেন তখন আমার স্ত্রী মোছাঃ পারভীন আক্তার হালচাষ নিষেধ করলে তারা ক্ষিপ্ত হইয়া আমার স্ত্রী কে মারপিট করে আহত করেন। পারভীন আক্তার কে পিটের বিষয়ে তাহার স্বামী মোঃ মেরাজুল ইসলাম বাদী হয়ে ৮ জুনকে আসামি করে সোমবার দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধুনট থানার তদন্ত (ওসি) মোঃ জাহিদুল হক জানান মারপিট একটি অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।