বগুড়ায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট ও বিড়ি তৈরী করায় ২জন আটক

409

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহা র করে সিগারেট ও বিড়ি তৈরী করায় ২জনকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বগুড়া জেলার সোনাতলা থানা এলাকায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ আগষ্ট ২০২১ তারিখ রাত আড়াইটার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন গড় চৈতন্যপুর নয়া পাড়াস্ত আলভি টোবাকো প্রোঃ মোঃ মোস্তাফিজুর রহমান সাদা মিয়া (৪৬) পিতা- মৃত হাবিবর রহমান, সাং-গড়ফতেপুর এর ফ্যাক্টরীর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কালোবাজারি ১। শ্রী নিখিল চন্দ্র দাস (৫৬) পিতা-খগেন্দ্র নাথ, সাং কুকি জগন্নাথপুর, থানা-শিবগঞ্জ, ২। মোঃ খোকন মন্ডল (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন মন্ডল, সাং-পুরকায়েত (বড়গাছা), থানা-সোনাতলা, উভয় জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ১২,৩৫০ প্যাকেট সিগারেট, ৭২০০ প্যাকেট বিড়ি, ০১ টি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-০২-০৪৫৬), ০২ টি মোবাইল ও নগদ ৬৫০০/- টাকাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।