নওগাঁয় নেসকোর কন্ট্রোলরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

266

মোঃ সজীব হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নেসকো ৩৩/১১ হাজার কেভি সাব-স্টেশনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানাকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ ক্ষতিগ্রস্ত সাব-স্টেশনটি পরিদর্শন শেষে এই তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টায় হঠাৎ করে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের ব্রেকারে আগুন ধরে পুড়ে যায়। এর ফলে নওগাঁ শহরসহ কয়েকটি উপজেলা এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।