সান্তাহারে বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও; নিলেন মুচলেকা, করেছেন জরিমানা

308

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘির সান্তাহারে নাবালিকা মেয়ে সোনিয়া আক্তার (১৪) ও ছেলে সাব্বির হোসেনের (১৯) বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়। শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপারা এলাকায় মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে উভয়পক্ষের ২ হাজার করে মোট ৪হাজার টাকা জরিমানাসহ পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত ভাবে একটি মুচলেকা নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় বলেন, এদিন দুপুরে সান্তাহার পৌর শহরের তিয়রপারা এলাকার আলমের নাবালিকা মেয়ে সোনিয়া আক্তারের সাথে ডুমুরীগ্রামের আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে উভয়পক্ষের ২হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয়পক্ষের পরিবারের লোকজনের কাছ থেকে মেয়ে ও ছেলের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে একটি মুচলেকা নেওয়া হয়েছে।