বগুড়ায় করোনা ও উপসর্গে ৮জনের মৃত্যু, শনাক্ত ৫০

344

বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৫জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬জন।

এদিকে জেলায় নতুন করে ২০৭ নমুনায় আরও ৫০জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৪ দশমিক ১৫শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ১০ শতাংশ বেড়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে বগুড়ার ৪জন। তারা হলেন- আদমদীঘির আফজাল হোসেন(৫৫), সদরের আইসউদ্দীন(৬০) ও আব্দুর রাজ্জাক(৬৫) এবং প্রফুল্ল সরকার(৯০)।

এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ৪জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৩৯জন দাঁড়ালো।

নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে সদরের ৪০, সারিয়াকান্দির ৩, নন্দীগ্রাম ২, শিবগঞ্জে ২, আদমদীঘি, সোনাতলা ও কাহালুতে একজন।

ডা. তুহিন আরও জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ৫৬০জন এবং ৪৪০জন চিকিৎসাধীন রয়েছেন।