আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পাহালোয়ান এর ইন্তেকাল ঃ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

241

মোঃ শিমুল হাসান , আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ান পাড়ার ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পাহালোয়ান রবিবার দিবাগত রাতে ১২ টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০ ) বছর। মৃত্যুকালে তিনি , ৩ ছেলে, ১ মেয়ে, সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রণাঙ্গনের সহযোদ্ধাদের রেখে শেষ বিদায় নিয়ে পরপারে চলে গেলেন। সোমবার বাদ জোহর তাহার গ্রামের বাড়ি পাহালোয়ান পাড়ায় পুলিশের একদল চৌকস সদস্য গার্ড অফ অনার প্রদর্শনের পর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু ও তাহার সহযোদ্ধারা মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি পাহালোয়ান পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম জাহিদুর বারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জোয়ারদারের ছেলে আকরাম হোসেন জোয়ারদার প্রমুখ।