সোনাতলায় ৯৯৯ ফোন দিয়ে ইজিবাইকের চোরকে ধরিয়ে দিল জনতা

298

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় ( খাঁনপাড়া) গ্রামে জনগণ কর্তৃক ইজিবাইক চোরকে গনধোলাই দিয়ে জরুরী সেবা 999 ফোন। পুলিশে ঘটনাস্থলে গিয়ে ইজি বাইকসহ চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ইজিবাইক মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের মাহফুজ সরকারের ছেলে রাসেল সরকার বাদী হয়ে ইজিবাইক চোর আবু তাহেরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে চুরি মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা যায় ইজিবাইক চালক রাসেল প্রতিদিনের ন্যায় বোনারপাড়া হতে সােনাতলা রােডে ইজিবাইক চালান।

৩১আগষ্ট সন্ধ্যার পরে রাসেল বােনার পাড়া হতে সােনাতলা উপজেলার পৌর এলাকার বোচারপুকুর মােড়ে ভাড়া নিয়ে আসে। সেখানে এশার নামাজের সময় হলে বােচাৱপুকুর মােড়ে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা উপরে তার ইজিবাইকটি রেখে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে বাহিরে এসে ইজিবাইকটি না দেখতে পেয়ে ডাকচিৎকার করতে থাকা। তার চিৎকারে স্থানীয় লােকজন এগিয়ে আসলে ঘটনাটি খুলে বলে।

ইজিবাইক চুরির কথা বলাবলি করতে থাকলে কিছুক্ষন পর লােকমুখে শুনতে পায়। সােনাতলা পৌর এলাকায় আগুনিয়াতাইড় খানপাড়া গ্রামে
একটি ইজিবাইক সহ একজন কে আটক করে রেখেছে। উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষনিক রাসেল ঘটনাস্থলে পৌছিলে দেখতে পায় ইজিবাইকসহ আবু তাহেরকে স্থানীয় লােকজন আটক করে রেখেছে। এ সময় রাসেল তার ইজিবাইক চুরির কথা বলতেই স্থানীয় লােকজন ইজিবাইক চোরকে এলােপাথারী ভাবে মারপিট করতে থাকে। সে সময় স্থানীয়দের মধ‍্যে জরুরী সেবা 999 ফোন দেন।

সংবাদ পেয়ে সােনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ চোরকে আটক করার সময় চোরের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ইজিবাইকসহ চোরকে থানায় নিয়ে যায়। আটককৃত ইজিবাইক চোর তাহের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। এঘটনায় ইজিবাইক চালক বাদী হয়ে থানায় চুরি মামলা দায়ের করে মামলা নং০২। পরে ১ সেপ্টেম্বর বুধবার সকালে থানা পুলিশ চোর আবু তাহেরকে আদালতে প্রেরণ করেন।