জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাহালুর ভালতা আবাসন পুকুরে অ্যরোটর মেশিন প্রদান

227

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের ৬ষ্ঠ দিনে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে মুরইল ইউনিয়নের ভালতা নড়ুয়া বহুমূখী আবাসন পুকুরের জন্য ২টি অ্যরোটর মেশিন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মেশিন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রাইহাতুন নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান ভূষন, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম, ক্ষেত্র সহকারি বোরহান আলী, ক্ষেত্র সহকারি (এনএটিপি-২) তাছলিমা খাতুন, ক্ষেত্র সহকারি (ইউনিয়ন পর্যায়-২য়) আব্দুর রোমান্স প্রমূখ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উদযাপনের ৫ম দিন বুধবার কাহালু উপজেলা পরিষদের পুকুরে পানি ও মার্টি পরীক্ষা করা হয়।