শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১হাজার পিচ ইয়াবা সহ ৩ জন আটক

440

মোঃ জাকির হোসেন শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন এ অধীন চৌমুহনী বাজার সংলগ্ন ছোনকাগামী রাস্তায় ব্রীজের উপর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় এ অভিযান পরিচালনা করেন শেরপুর থানা পুলিশের একটি টীম। মাদক বিক্রেতা মাদক বিক্রি করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের দিক নির্দেশনায় এস আই সাচ্চু বিশ্বাসের নেতৃত্বে এস আই রাম জীবন, কনস্টেবল সেলিম রেজা, আবু রায়হান, রেজাউল করিম ঘটনাস্থলে ওৎ পেতে থাকে। মাদক ব্যবসায়ীরা বুঝতে পেরে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন শেরপুর থানা পুলিশের এই দলটি দৌড়ে কক্সবাজার জেলার ঈদগাও থানার ধর্মের ছড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে ওসমান গনি ওরফে মাসুদ (৪২), একই জেলা এবং উপজেলার পশ্চিম ভাদীতলা গ্রামের মোঃ এজার মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২১), এবং নাটোর জেলার সিংড়া উপজেলার কচুয়া গ্রামের দুলাল প্রাং এর ছেলে মিন্টু প্রাং (৩০),দের সবাইকে ধৃত করে এবং তাদের কাছ থেকে শরীরে লুকিয়ে রাখা প্ল্যাস্টিক পলিথিনে মোড়ানো ৬০০, ২০০, ২০০ পিচ করে ইয়াবা জব্দ করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরা হয়। উক্ত আসামীদের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। শেরপুর শহরকে মাদক মুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।