দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির ফলে চলনবিলে রোপা আমন চারা সংকট

272

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃদ্বিতীয় দফায় পানি বৃদ্ধির ফলে চলনবিল এলাায় রোপা আমনসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমনের চারা এবং বীজের সংকট তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক। রোপা আমনের চারার জন্য কৃষকেরা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় ছুটছেন। করোনার প্রভাবে অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকা আর বন্যার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় মারাতœক ক্ষতির মুখে সময় পার করতে হচ্ছে চাষীদের। অনেকেই চারার সংকটে জমি ফাঁকা ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। চারার সংকট থাকায় হতাশা আর দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে চাষীদের। ফসল নষ্ট হয়ে গেলেও কৃষি বিভাগের পক্ষ হতে বীজ,সার,কীটনাশকসহ সহায়তা না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকদের। ফলে জীবন-জীবিকার তাগিদে উল্টো চড়া দামে কিনে আমন চাষাবাদ করতে হচ্ছে।
বন্যার আগে যেখানে প্রতি বিঘা প্রতি খরচ হতো ৫/৭ হাজার টাকা। এখন সেখানে বীজ সংকটের কারণে প্রায় দ্বিগুণ মূল্যে আমন আবাদ করতে হচ্ছে কৃষকদের। যা ফলন উত্তোলনের পরে ন্যায্য মূল্য না পেলে অর্থনৈতিক সংকটে পড়ার আশংকা চাষীদের। বন্যার পানি কমে গেলেও ঘুরে দ্বাঁড়ানোর চেষ্টা করা প্রান্তিক চাষীরা নদ-নদীতে পানি বাড়ায় পড়েছেন বিপাকে। একদিকে আমন চারার সংকট অন্যদিকে পানি বৃদ্ধির কারণে মাঠ ফাঁকা রাখতে বাধ্য হচ্ছেন।